গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ১৪, ২০২১
১১:৫৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২১
১১:৫৬ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ভারতে পাচারের উদ্দেশে মজুদকৃত বিপুল পরিমাণ মটরডাল জব্দ করে তা নিলামে বিক্রি করা হয়েছে। এ অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার জাফলং ও মামার বাজার এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝরের নেতৃত্বে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মামার বাজার এলাকার দু'টি গুদামে ভারতে পাচারের উদ্দেশে মজুদকৃত ১ হাজার ৭০০ বস্তা মটরডাল জব্দ করে তা প্রকাশ্য নিলামে ১৮ লাখ টাকায় বিক্রি করা হয়। একই সঙ্গে মটরডাল পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করে তার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদ মিয়া, বিজিবি তামাবিল ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইউনুছ আলী, গোয়াইনঘাট থানার এএসআই মারুফ আল মুকিতসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর বলেন, 'দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটরডাল এনে গোয়াইনঘাটের সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে ভারতে পাচার করা হয়। এতে করে চোরাচালানসহ সীমান্তে নানা অপরাধ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সীমান্তে চোরাচালানসহ সকল ধরনের অপরাধ ঠেকাতে প্রশাসন, পুলিশ ও বিজিবি একযোগে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে আজ টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়েছে।'
সীমান্তে সব ধরনের অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
এমএম/আরআর-০৩