সিলেট মিরর ডেস্ক
মার্চ ১৪, ২০২১
০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১৪, ২০২১
০৪:২৯ পূর্বাহ্ন
সিলেট মহানগর মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকেল ৩ টায় নগরের সোবহানীঘাটস্থ ইব্রাহীম স্মৃতি সংসদে এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুর কাদের মোহন।
তিনি বলেছেন, খন্দকার মোশতাকরা বরাবরই সমাজে ঘুরে ফিরে আসে। তাই ভাল কাজ করতে হলে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল মালিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদের পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রেজুয়ান আলী খান আর্নিক।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৎস্যজীবীদের ভালোবাসতেন। মৎসজীবীরা শ্রম দিয়ে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করেন। তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াবে এটাই স্বাভাবিক নিয়ম।
মৎস্য জীবীদের শেখ হাসিনার ভ্যানগার্ড উল্লেখ করে তিনি বলেন, এই সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রকৃত মৎস্যজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ৬ মাসের মধ্যে সিলেট মহানগর মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুস শহীদ সেলিম। প্রয়াত সিলেট-৩ আসনের সাংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা ইএইচএম সারোয়ার মোর্শেদ, মো. ফজলে হোসেন ভূঁইয়া বিন্দু, মনির হোসেন মোল্লা, জয় দেব বর্মন, শেখ মো. ইমরান।
বিএ-০৮