জকিগঞ্জে পরিবেশক অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি


মার্চ ১৪, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৪, ২০২১
০২:৩৬ পূর্বাহ্ন



জকিগঞ্জে পরিবেশক অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বেলা ২টার দিকে কালিগঞ্জস্থ শায়লা স্মৃতি হাসপাতালের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা ছালিক আহমদের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য শাহজাহান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, অর্থ সম্পাদক তাহের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন, কার্যকরী সদস্য হারিছ উদ্দিন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, কার্যকরী সদস্য ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশনের একটি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

সভায় বক্তারা বলেন, ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা পরিবেশক অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য থাকলে যেকোনো পরিস্থিতি সহজে মোকাবেলা করা সম্ভব হবে।

 

ওএফ/আরআর-০৮