শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত পলাতক

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২১
১০:১৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
১০:৩১ অপরাহ্ন



শিশুকে ধর্ষণচেষ্টার অভিযুক্ত পলাতক

সিলেটে ৩ বছরের এক মেয়েশিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম খায়রুল আলম সুমন (৪০)। সে ওসমানীনগর গ্রামের মানিক মিয়ার মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানাধীন সৈয়দপুরের এ ঘটনা ঘটে। ওই শিশুকে সিলেট এমএজি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) -এ ভর্তি করা হয়েছে।

এদিকে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়া হয় শিশুটিকে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শাহপরান থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে গত বুধবার (১০ মার্চ) মামলা দায়ের করেন। 

মামলার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন।

জানা যায়, গত ৯ মার্চ দুপুরে সাড়ে ৩ বছরের শিশুটি খায়রুল আলম সুমনের বাসায় গিয়ে তার মেয়ের সাথে খেলাধুলা করছিল। 

এ সময় সুমন শিশুটিকে  প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে একাধিকবার যৌনপীড়ন করে ধর্ষণের চেষ্টা চালায়। 

শিশুটি তখন কান্নাকাটি করলে সুমন তখন এ বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে শিশুটির মা শিশুটিকে গোসল করাতে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে। 

তখন শিশুটি তার মাকে সার্বিক বিষয় খুলে বলে। পরে শিশুটিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)- এ ভর্তি করেন।

মামলার বাদী শিশুটির পিতা বলেন, ‘আমার সাড়ে ৩ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা করে সুমন। পুলিশ এখন পর্যন্ত সুমনকে গ্রেপ্তার করতে পারেনি। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছে।’

সিলেট শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সাড়ে ৩ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার দায়ে শিশুটির পিতা খায়রুল আলম সুমন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন । ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি ওসিসি’তে চিকিৎসা নিয়েছে। পুলিশ আসামীকে ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে।’

বি এন-০৬