বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রাথমিক সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১৩, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
০৩:১২ পূর্বাহ্ন



বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রাথমিক সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে প্রাথমিক সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েচে। শুক্রবার (১২ মার্চ) বিকেল ৩টায় নগরের মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সংগঠনটির সিলেট জেলার আহবায়ক মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও প্রসেনজিৎ রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড জহিরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, শ্রমিক নেতা জিতু সেন, নির্মান শ্রমিক নেতা আব্দুল কাদির, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন নেতা বিরেন সিং, অজিত রায়, আমেনা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে। দৈনন্দিন দাবি-দাওয়া,অধিকার আদায় নিয়ে শ্রমিকদের আপসহীনভাবে লড়তে হবে। কিন্তু এর সঙ্গে মূল লড়াই হতে হবে, এ শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা উচ্ছেদ করে শোষণহীন শ্রমিকরাজ প্রতিষ্ঠা করতে হবে। 

বক্তারা আরও বলেন, চলমান গনবিরোধী ও স্বৈরতান্ত্রিক সরকারের শাসনে জনজীবন বিপর্যস্ত। গার্মেন্টস, চা শিল্প, পাট শিল্প, নির্মাণসহ সব সেক্টরের শ্রমিকরা নানামুখী সমস্যার সম্মুখীন। এই করোনাকালীন সময়ে বর্তমান সরকার সব সেক্টরের শ্রমিকদের অধিকার ও স্বার্থের পরিপন্থী ভুমিকা পালন করেছে। সরকারি পাটকল বন্ধ করে বেসরকারিকরণ করাসহ বিভিন্ন অন্যায় সিদ্ধান্ত সরকার নিয়েছে। চিনিকল বন্ধ করার পায়তারা করছে সরকার। লুটপাট, দুর্নীতিকে আড়াল করে ক্ষতির সম্পুর্ণ দায় চাপানো হচ্ছে শ্রমিকদের উপর যা অন্যায় ও যুক্তিহীন। একদিকে কর্মহীন ও কাজ হারানো মানুষদের নিয়ে কোনো পরিকল্পনা তো নেই বরং আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগের মাধ্যমে সরকার তার দায়িত্বকে অস্বীকার করছে। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নেই কোনো পদক্ষেপ।

এছাড়া চা বাগানের নূন্যতম মজুরি ৪০০ টাকা নির্ধারণ, আন্তর্জাতিক আইনে বেতন নিশ্চিতকরণ, আউটসোর্সিং-এর পরিবর্তে রাষ্ট্রীয়ভাবে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের স্থায়ী নিয়োগ প্রদান, সবার জন্যে কর্মসংস্থান নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবিতে গনআন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তারা।

বিএ-০৬