গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১৩, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন



গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার পর খাদিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে মহানগর পুলিশ। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ থানাধীন খাদিমপাড়া মীর মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় নগরের ভাতালিয়া এলাকার সৈয়দ আলীর ছেলে মো. জিল্লুল হক জিল্লুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক আসামীর বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে জানা গেছে আটক আসামী ইয়াবা ট্যাবলেটগুলো জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে বিশেষ কৌশলে সিলেট শহরে নিয়ে আসেন এবং তিনি ঘটনাস্থল এলাকাসহ সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদক সেবীদের কাছে খুচরা দামে ইয়াবা বিক্রি করে থাকেন। এছাড়া তার বিরুদ্ধে আগেও দক্ষিণ সুরমা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। 

বিএ-০৪