নিজস্ব প্রতিবেদক
মার্চ ১২, ২০২১
০৭:৪৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২১
০৭:৪৮ পূর্বাহ্ন
সিলেট বিভাগে গতকাল বৃহস্পতিবার ৩ হাজার ৭৪১ জন টিকা নিয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২ হাজার ২৩৫ জন পুরুষ এবং ১ হাজার ৫০৬ জন নারী। এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ৩৪ হাজার ৩৮৩ জন টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সিলেট জেলায় ১ হাজার ৭৪৯ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ হাজার ৯৬ জন পুরুষ এবং ৬৫৩ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ১ হাজার ১২৩ জন। এদের মধ্যে ৬১৯ জন পুরুষ ও ৫০৪ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৪২৯ জন। এর মধ্যে ২৩৬ জন পুরুষ এবং ১৯৩ জন নারী। মৌলভীবাজারে বৃহস্পতিবার ৪৪০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৮৪ জন ছিলেন পুরুষ এবং ১৫৬ জন ছিলেন নারী।
নগরে গতকাল ১ হাজার ১২২ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৩৫ জন। এদের মধ্যে পুরুষ ৬০৪ জন এবং নারী ৪৩১ জন। পুলিশ হাসপাতালে ৮৭ জন টিকা গ্রহণকারীর মধ্যে ৬৫ জন পুরুষ এবং ২২ জন নারী। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৯৯ হাজার ১৭৪ জন। এদের মধ্যে পুরুষ ৬২ হাজার ১৯৭ জন এবং নারী ৩৬ হাজার ১৭৪ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে মাত্র ৯ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। আর এ পর্যন্ত মোট ৮৮১ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জন টিকা নিয়েছেন। আর টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন মানুষ। গতকাল বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আরসি-০২