সাংসদ সামাদের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের শোক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মার্চ ১২, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন



সাংসদ সামাদের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের শোক

সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শোক বার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।

এক বিবৃতিতে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের পক্ষে শোক ও সমবেদনা জানান, ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা, সহসম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, জুয়েল খান, বদরুল আমিন, শহীদ আহমেদ চৌধুরী, আরকে দাস চয়ন, ফরিদ উদ্দিন, মুস্তাফিজুর রহমান কিনেল, রুমেল আলী।

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন অবস্থায় আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ উস সামাদ চৌধুরী।

এসএ/বিএ-১৩