মাহমুদ-উস-সামাদের জানাজার সময় চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১২, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১২, ২০২১
০১:৩৭ পূর্বাহ্ন



মাহমুদ-উস-সামাদের জানাজার সময় চূড়ান্ত

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরীর জানাজার সময় চূড়ান্ত হয়েছে।

আগামীকাল শুক্রবার (১২ মার্চ) বিকেল সোয়া ৫টায় স্থানীয় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ নেতা ও গণমাধ্যম ব্যাক্তিত্ব শাহ ‍মুজিবুর রহমান জকন সিলেট মিরর-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ১১ টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে মাহমুদুস সামাদের মরদেহ এসে পৌছাবে। পরে স্থানীয় কাসিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সোয়া ৫ টায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরসি-১৫