সিলেট মিরর ডেস্ক
মার্চ ১১, ২০২১
১০:৫৭ অপরাহ্ন
আপডেট : মার্চ ১২, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন
বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ‘মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস-এর মতো একজন ঘনিষ্ঠ স্বজনের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন।’
সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি কয়েস শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে শোক বার্তায় সাংসদ ইমরান আহমদ আরও বলেন, তাঁর মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার আর্থসামাজিক উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
শোকবার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এএফ/০১