নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২১
০৮:৩১ অপরাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২১
০৮:৩১ অপরাহ্ন
যুক্তরাজ্যের করোনার নতুন সিলেটে শনাক্তের খবর প্রকাশের একদিন পরেই সিলেটে এসেছেন ১৪৭ জন যুক্তরাজ্য ফেরত প্রবাসী। তাদের মধ্যে ১৪৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠালেও ৩ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টিনে। করোনা প্রতিরোধক টিকার ২ ডোজ গ্রহণের ১৪ দিন পর দেশে ফেরায় এই তিনজন হোম কোয়ারেন্টিনের সুবিধা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর।
তিনি বলেন, ‘যুক্তরাজ্য ফেরত ১৪৭ জনের মধ্যে ১৪৪ জনেক সরকারি নির্দেশনা মেনে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারণ তারা দুই ডোজ করোনা টিকা গ্রহণের ১৪ দিন পর দেশে ফিরেছেন।’
তিনি বলেন, ‘চলমান করোনার টিকা প্রদান কার্যক্রমে ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণের ন্যূনতম ২ সপ্তাহ পর থেকে সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা তৈরি হয়।’
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনাভাইরাসের টিকা নেওয়ার কারণে কারও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু করোনাভাইরাসের দুটি ডোজ শেষ হওয়ার পরেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে আরও দুই সপ্তাহ সময় লাগে। সেই পর্যন্ত সতর্ক না থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়।
আরসি-১২