সিলেটে শিশুকে বলৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১১, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০৪:১৪ পূর্বাহ্ন



সিলেটে শিশুকে বলৎকারের অভিযোগে গ্রেপ্তার ১

সিলেট নগরের বিমানবন্দর থানার পশ্চিম পাঠানগাঁও গ্রামে গানের অনুষ্ঠান থেকে ফুসলিয়ে নিয়ে ১২ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বলৎকার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ মার্চ) রাতে শিশুটির পিতা বাদী হয়ে বিমানবন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সুনীল নাথকে (৪৫) আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন পাঠানগাঁও সাতাগাছি নাথপাড়া গ্রামের মৃত কালা নাথের ছেলে সুনীল নাথকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ৩ মার্চ রাতে ভিকটিম শিশু (১২) বিমানবন্দর থানাধীন পশ্চিম পাঠানগাঁও কাদির মিয়ার বাড়িতে বাৎসরিক বাউল গানের অনুষ্ঠানে যায় শিশুটি। পরে ৪ মার্চ দিবাগত রাত ৩টায় গানের অনুষ্ঠান থেকে শিশুকে কাদির মিয়ার বাড়ীর দক্ষিণ-পূর্ব পার্শ্বে টিলার নিচে নিয়া মুখে গামছা বেধে জোরপূর্বক বলৎকার করেন সুনীল নাথ।

বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির বলেন, এ ঘটনায় শিশুটির পিতা থানায় মামলা দায়ের করলে পুলিশ সুনীল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএইচ/বিএ-১৩