ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ১১, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১১, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে পৃথক দু'টি অভিযানে মোট ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ মার্চ) দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা বেগম ও উপজেলা ভূমি কর্মকর্তা আফসানা তাসনিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা বেগমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গোয়ালাবাজারের বিছমিল্লাহ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, সাইফুর রেস্তোরাঁকে ২ হাজার টাকা, মোস্তফা ডেকোরেটার্সকে ২ হাজার টাকা, সবজি ব্যবসায়ী জলিল মিয়াকে ১ হাজার টাকা ও মুদি ব্যবসায়ী আনহার মিয়াকে ৫০০ টাকা জরিমানা এবং তাৎক্ষণিক তা আদায় করেন।
অন্যদিকে একই সময়ে উপজেলা ভূমি কর্মকর্তা আফসানা তাসনিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গোয়ালাবাজারের রসমেলাকে ৫ হাজার টাকা, রিফাতকে ৫ হাজার টাকা ও নম্বর প্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশাকে ২০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ ওসমানীনগর থানার এসআই নিখিল দাস ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা বেগম জানান, বুধবার ভ্রাম্যমাণ আদালতের পৃথক দু'টি অভিযানে মোট ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এ অভিযান অব্যাহত থাকবে।
ইউডি/আরআর-১২