সড়কে গেল প্রবাসীর প্রাণ, বাসে জনতার আগুন

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ১১, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



সড়কে গেল প্রবাসীর প্রাণ, বাসে জনতার আগুন

সিলেটের ওসমানীনগরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের চাপায় এক প্রবাসী নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোয়ালাবাজার। বুধবার (১০ মার্চ) বিকেলে এ ঘটনার পর পরই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় সিলেট-শেরপুর সড়কে একাধিক যাত্রীবাহী বাস ভাঙচুরসহ দুর্ঘটনাকবলিত বাসে আগুন দেওয়া হয়। প্রায় ৪০ মিনিটের অবরোধে দূরপাল্লার প্রচুর যান মহাসড়কের উভয়দিকে আটকা পড়ে।

জানা যায়, বুধবার বিকেল পৌনে ৪টার দিকে যুক্তরাজ্য প্রবাসী (স্থানীয় করনসী গ্রামের বাসিন্দা) চান মিয়া তার নববিবাহিত স্ত্রী আয়েশা সিদ্দিকাসহ পরিবারের সদস্যদের নিয়ে গোয়ালাবাজার যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী মনি পরিবহনের বাস (ঢাকা মেট্রো-জ- ১১-২২৬৪) একটি অটোরিকশা ও একটি রিকশাকে ঠেলে রাস্তার পাশে দাঁড়ানো পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী চান মিয়া নিহত হন। মারাত্মক আহত হন একই গ্রামের চুনু মিয়া ও হাবসপুর গ্রামের নূর মিয়া। আহতদের তাৎক্ষণিক সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পর পরই শত শত বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে ৫টি বাস ভাঙচুর ও দুর্ঘটনাকবলিত বাসে আগুন দেন। এদিকে বাস ভাঙচুর করতে গিয়ে আরও চারজন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উত্তেজিত জনতাকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত প্রবাসীর স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, 'আমার স্বামীসহ আমরা বাজারে কেনাকাটা শেষ করে যাত্রী ছাউনির সামনে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় হঠাৎ করে বেপরোয়া গতির বাস আমাদের দিকে এগিয়ে এলে আমরা হতবিহ্বল হয়ে পড়ি। পেছন ফিরে চেয়ে দেখি আমার স্বামীর নিথর দেহ বাসের নিচে।' গত ২৫ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে বলে জানান তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'দুর্ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে জনপ্রতিনিধিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে সক্ষম হই। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

 

ইউডি/আরআর-১০