গোয়াইনঘাটে মাদকবিরোধী সভা ও অভিষেক অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি


মার্চ ১১, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১১, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন



গোয়াইনঘাটে মাদকবিরোধী সভা ও অভিষেক অনুষ্ঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থার (মানস) মাদকবিরোধী আলোচনা সভা ও উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা (মানস) মাদকবিরোধী আন্দোলনসহ নানা কর্মসূচি বছরজুড়ে আয়োজন করে থাকে।

মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থা (মানস) গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১০ মার্চ) সকাল ১১টায় আলোচনা সভা ও গোয়াইনঘাট উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

মানস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, মাদকদ্রব্য ও নেশা বিরোধ সংস্থার (মানস) সিলেট জেলা শাখার সভাপতি হেলাল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুলাল আহমেদ, মানস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি আলিম উদ্দিন প্রমুখ।

সভায় গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বলেন, সর্বনাশা নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না। মাদক পাচার এবং মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সরকারকে সম্ভাব্য সবরকমের সহায়তা দিচ্ছে জাতিসংঘ। তবে এ পাপের আগ্রাসন ঠেকানোর জন্য আজ জরুরি হয়ে পড়েছে সবার সম্মিলিত উদ্যোগ। মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে কাজ করছে মানস।

 

এমএম/আরআর-০৭