ফেঞ্চুগঞ্জে অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মার্চ ১০, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
০৮:১৬ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে অবসর প্রাপ্ত শিক্ষকবৃন্দের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ উত্তর কুশিয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকবৃন্দের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের  প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে এই বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আসরাফ আলম  লিমন ও  শিক্ষক আব্দুল জাবিদ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমদ। 

প্রাক্তন বিদায়ী শিক্ষক আব্দুর রশিদ,সদ্য বিদায়ী শিক্ষক সাজুল ইসলাম বাবর ও আব্দুছ সাত্তার জালালি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন  ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস,বর্তমান অধ্যক্ষ সৈয়দ নুরুজাজামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ নুরুল হুদা, দক্ষিণ সুরমা সরকারী কলেজের সহযোগি অধ্যাপক মুহিবুর রহমান,সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান,বর্তমান চেয়ারম্যান আহমদ জিলু,কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা, ও মাওলানা হারুনুর রশিদ।

এতে আর বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম,প্রাক্তন ছাত্র সজিবুর রহমান,আসিফ ইকবাল ইরন, আশরাফ আলম লিমন সহ আরো অনেক। 

অনুষ্ঠানের শুরুতে অতিথি বৃন্দের ফুল দিয়ে বরণ করে নেন প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ। বিদায়ী শিক্ষকদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথি ও প্রাক্তন ছাত্ররা।

এস/বি এন-০১