আলমপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় কারিগরি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মার্চ ১০, ২০২১
০৬:১২ অপরাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
০৭:২২ অপরাহ্ন



আলমপুরে কার্ভাডভ্যানের ধাক্কায় কারিগরি শিক্ষার্থীর মৃত্যু

দক্ষিণ সুরমার আলমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া (৩২) নামের একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ বুধবার (১০ মার্চ) সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে  এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রুবেল মিয়া সিলেট নগরের ঝেরঝেড়িপাড়ার এভারগ্রীন এলাকার লায়েক মিয়া ও আছিয়া বেগম দম্পতীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। 

তিনি জানান, আলমপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় রুবেল মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এনএইচ/এসএইচ/আরসি-১০