বঙ্গবন্ধুর জীবনী উপর আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২১
১০:৩৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
১০:৩৫ পূর্বাহ্ন



বঙ্গবন্ধুর জীবনী উপর আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ছবি ইতিহাসের অংশ। বঙ্গবন্ধুর সঙ্গে সিলেটের সম্পর্কও অত্যন্ত নিবিড়। বঙ্গবন্ধুর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছোটবেলা আমি দেখেছি। তিনি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে গেছেন। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বঙ্গবন্ধুর ছবিগুলো একমাত্র ফটো সাংবাদিকদের পক্ষেই সংগ্রহ করা সম্ভব।’

সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্তের সভাপতিত্বে ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান স্বর্ণালতা রায়, ইমজা সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, জেলা পরিষদ সদস্য সুষমা সুলতানা রুহী, ইমজা সাধারণ সম্পাদক আনিস রহমান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসরিন বেগম, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মুন্সী, সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসু বাপ্পা, সুমি নাসির।

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. দুলাল হোসেনের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, মামুন হাসান, বর্তমান সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, আনিস মাহমুদ, মাহমুদ হোসেন, নূরুল ইসলাম, এইচ. এম শহিদুল ইসলাম, এটি এম তুরাব, পল্লব ভট্টাচার্য, মো. আব্দুল খালিক, আজমল আলী প্রমুখ।

আরসি-০৬