নিজস্ব প্রতিবেদক
মার্চ ১০, ২০২১
১০:২৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ১০, ২০২১
১০:২৭ পূর্বাহ্ন
সিলেট বিভাগে মঙ্গলবার ৩ হাজার ৫৭৪ জন টিকা নিয়েছেন। যা টিকা কার্যক্রম শুরু হওয়ার দ্বিতীয় দিনের চেয়েও কম। গত ৮ ফেব্রুয়ারি টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে বিভাগে টিকা নিয়েছিলেন ৩ হাজার ৯৫৪।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২ হাজার ১৪৮ পুরুষ জন এবং ১ হাজার ৪২৬ জন নারী। এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ২৬ হাজার ৮৯৭ জন টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সিলেট জেলায় ২ হাজার ১৬৯ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ হাজার ৩২০ জন পুরুষ এবং ৮৪৯ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৫১৪ জন। এদের মধ্যে ২৯৮ জন পুরুষ ও ২১৬ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৪৫১ জন। এর মধ্যে ২৬৮ জন পুরুষ এবং ১৮৩ জন নারী। মৌলভীবাজারে মঙ্গলবার ৪৪০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৬২ জন ছিলেন পুরুষ এবং ১৭৮ জন ছিলেন নারী।
নগরে গতকাল ১ হাজার ৩০৮ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৫৮ জন। এদের মধ্যে পুরুষ ৫৯৫ জন এবং নারী ৪৬৩ জন। পুলিশ হাসপাতালে ২৫০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৫১ জন পুরুষ এবং ৯৯ জন নারী। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সারাদেশে টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬৩ জন। আর এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪০ লাখ ১৩ হাজার ৯৬৩ জন। টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন নাগরিক। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে ৮৬৬ জনের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আরসি-০৫