করোনায় ওসমানীনগরের কিন্ডারগার্টেনগুলোর সহযোগিতা কামনা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ১০, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১০, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন



করোনায় ওসমানীনগরের কিন্ডারগার্টেনগুলোর সহযোগিতা কামনা

করোনায় বিপাকে পড়েছে সিলেটের ওসমানীনগরের কিন্ডারগার্টেনগুলো। প্রায় এক বছর ধরে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষক ও কর্মচারিদের বেতন দিতে হিমশিম খাচ্ছে। কুলিয়ে উঠতে না পারায় ইতোমধ্যে একটি কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। আরও দুটি বিদ্যালয় বন্ধ হওয়ার উপক্রম। অসহায় শিক্ষক ও কর্মচারিদের আর্থিক টানাপোড়ন থেকে রক্ষার্থে সকল মহলের সহযোগিতা কামনা করছে ওসমানীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের

এক বিবৃতিতে ওসমানীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রুমান হোসাইন স্বাক্ষরিত এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ওসমানীনগরে ৮ ইউনিয়নে ২৯ টি কিন্ডারগার্টেন স্কুলে রয়েছে। এতে ৩ হাজার ৪৭৫ জন শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন ২৭৫ জন শিক্ষক। পাশাপাশি স্কুলগুলো আনুষাঙ্গিক কাজে নিয়োজিত রয়েছেন ৪০ জন কর্মচারি। এ প্রতিষ্ঠানগুলো উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুল হিসেবেও বিশেষ অবদান রাখছে। প্রতি বছরই সমাপনী পরীক্ষায় ভাল ফলাফল নিয়ে আসছে। গত বছর সমাপনী পরীক্ষায় সর্বাধিক এ+ সহ বৃত্তি পেয়েছে স্কুলগুলো। আর এসব কিন্ডারগার্টেন চলছে ব্যক্তি উদ্যোগে। যেগুলোর আয়ের মাধ্যম শিক্ষার্থীদের বেতন, পরিচালক ও অভিভাবকদের সহযোগিতায়।

বিবৃতিতে আরও বলা হয়, কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশে স্কুল বন্ধ থাকায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় এক বছর ধরে। ফলে বেতন ভাতা ও বন্ধ থাকার কারণে আর্থিক অনটনে দিনযাপন করছেন শিক্ষক ও কর্মচারীরা। টিকতে না পেরে ইতোমধ্যে একটি স্কুল বন্ধ হয়ে গেছে। দুটি স্কুল বন্ধ হওয়ার উপক্রম। এতে করে হুমকির মুখে পড়েছে কিন্ডাররগার্টেন স্কুলগুলো।

বিবৃতিতে জানানো হয়, গত বছরের ১ অক্টোবর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে আবেদন করেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। ওসমানীনগর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। তারা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও সে আশ্বাস বাস্তবায়িত হয়নি।

এ দুর্যোগ কালীন সময়ে ওসমানীনগরের ২৯ টি কিন্ডারগার্টেন স্কুলের অসহায় শিক্ষক ও কর্মচারিদের আর্থিক টানাপোড়ন থেকে রক্ষার্থে সকল মহলের সহযোগিতা কামনা করছেন ওসমানীনগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক রুমান হোসাইন।

আরসি/বিএ-০৭