কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৯, ২০২১
০৭:৩৬ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
১০:১৯ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইলে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনায় উত্তেজিত হয়ে স্থানীয় জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

ট্রাক চাপায় নিহত শিশুর নাম বুশরা (৭), সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এবিএস ব্রিকসের সমানে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পাড় হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা কোনোমতে বেঁচে গেলেও নাতিনের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। ফলে ঘটনাস্থলেই নিহত হয় বুশরা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহত শিশুর লাশ উদ্ধার করি, অস্বাভাবিক পরিস্থিতিতে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়কে যানচলাচল স্বাভাবিক করেছি।

আরসি-২২