সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৯, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
১০:২৪ পূর্বাহ্ন
‘গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) রাজনৈতিক দলগুলোর জন্য সর্বস্তরে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণের যে বাধ্যবাধকতা ছিল, কোনো রাজনৈতিক দল শর্ত পূরণ করতে পারেনি। গণপ্রতিনিধিত্ব আদেশের ৩৩ শতাংশ নারী অর্ন্তভুক্তির ধারায় নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে অবিলম্বে আইনটি পাশ করতে হবে।’
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিলেট আঞ্চলিক কার্যালয় আয়োজিত এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।
বক্তারা বলেন, বাংলাদেশে আড়াই দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্র ও রাজনৈতিক দলের চালকের আসনে নারী। দুটি প্রধান দলের শীর্ষ পদে নারী নেতৃত্ব থাকা সত্ত্বেও আমাদের রাজনৈতিক কাঠামো নারীর ক্ষমতায়নের সহায়ক নয়। পুরুষতান্ত্রিক মানসিকতা বর্জন করে রাজনৈতিক সংস্কৃতিকে এমন উন্নত পর্যায়ে নিতে হবে, যেখানে পুরষের পাশাপাশি নারীরা সমভাবে রাজনীতিতে অংশগ্রহণে আগ্রহী হয়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতন্ত্র চর্চা বাড়াতে পারলে তৃণমূল থেকে নারী নেতৃত্বকে শক্তিশালী করা সম্ভব। এছাড়া অনুষ্ঠানে মূল দলের দলীয় কার্যক্রমে নারী ও পুরুষদের বক্তব্য প্রদানের ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া; নীতি নির্ধারণী বিষয়ে মতামত গ্রহণে গুরুত্ব প্রদান; নির্বাচন সংক্রান্ত পরিচালনা কমিটিতে অন্তর্ভুক্ত করা; পদাধিকারী নারী নেতাদের গুরুত্বপূর্ণ দলীয় প্রতিনিধি হিসেবে বিবেচনা করা; নারী নেতাদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ প্রদানসহ রাজনৈতিক দলসমূহের বিভিন্ন করণীয় প্রসঙ্গ বক্তাদের আলোচনায় উঠে আসে।
আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে সুসংহত করতে, সারা দেশে নারীদের রাজনৈতিক প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করতে এবং বাধাসমূহ উত্তরণের জন্যে নারী নেতারা কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা সামনে আনেনঃ
আলোচনা সভায় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট মহানগর বিএনপি সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মো. রেজাউল হক, সুনাগমগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, সিলেট জেলা মহিলাদলের সভাপতি সালেহা কবির শেপী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদ নিগার সুলতানা কেয়া, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আমেনা বেগম রুমি, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, নিগার সুলতানা ডেইজি, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাধারণসম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হাস্না হেনা, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, সিলেট মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা হোসেন।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়ক মোছাম্মদ রাহিমা বেগম, নারী দিবসের ইতিহাস উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক প্রোগাম সমন্বয়ক ফরহাদ আহমদ।
আরসি-১৪