আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন আ. লীগ নেতৃবৃন্দ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৯, ২০২১
০৯:২৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
০৯:২৬ পূর্বাহ্ন



আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করলেন আ. লীগ নেতৃবৃন্দ

ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন ছিল সোমবার।

সিলেট জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

এ সময় অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘ইতিহাসের বিভিন্ন ঘটনা ফটো সাংবাদিকরা তুলে ধরেন; যা পরবর্তীতে ইতিহাস হয়ে থাকে। বঙ্গবন্ধুর সিলেট আগমনসহ ছবি দেখা সম্ভব হয়েছে ফটো সাংবাদিকদের কারণে।’

অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতিটি ছবি একেকটি ইতিহাস।’ নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে জানাতে আগামীতে আরও বেশি ছবি সংগ্রহ করে প্রদর্শনী করলে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, প্রবাসী আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান মতি, সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, সদস্য পল্লব ভট্টাচার্য। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রদর্শনী পরিদর্শন করেন।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরসি-০৯