সুনামগঞ্জে জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের অভিযোগ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৯, ২০২১
০৮:০৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
০৮:০৪ পূর্বাহ্ন



সুনামগঞ্জে জালিয়াতির মাধ্যমে ভূমি আত্মসাতের অভিযোগ
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় উত্তরাধিকার সূত্রে পাওয়া সুধাংশু শেখর দাস, রাজেন্দ্র দাস ও ধীরেন্দ্র কুমার দাসের জমি জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন প্রভাবশালীরা। তারা প্রকৃত মালিক হওয়ার পরেও ভূমিহীন হয়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছেন। পাশাপাশি আদালতে দখলদারদের বিরুদ্ধে মামলা দায়েরের কারণে তাদের প্রাণনাশের হুমকিসহ ভীতি প্রদর্শন করা হচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন জমির মালিক তিনজনের আমমোক্তার সিলেট নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সৈয়দানীবাগের বাসিন্দা মো. আলমগীর হোসেন। তিনি সংবাদ সম্মেলনে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমি থেকে জাল-জালিয়াতি দলিলের মাধ্যমে আত্মসাত করার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জালিয়াতচক্র জাল দলিলের মাধ্যমে সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ মদদ, অবৈধ সুযোগ-সুবিধার বিনিময়ে জালিয়াতচক্রের নামে ভূমি নামজারি করে নতুন খতিয়ান নম্বর ৮৫২, ৮৬১, ৮৫৫, ৮৫৪, ৮৪২, ৮৭৮, ৮৫০ চালু করে। অপরদিকে ভূমি আত্মসাৎকারীরা নতুন ভূমি জরিপে জরিপকারী কর্মকর্তাদের অর্থের বিনিময়ে ও বিভিন্নভাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে জাল দলিলের মাধ্যমে বর্ণিত সম্পত্তি নিজেদের নামে রেকর্ড করে নেয়। এ বিষয়ে সুনামগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে সুধাংশু দাস, রাজন্দ্র দাস ও ধীরেন্দ্র কুমার দাস বাদী হয়ে হবিব উল্লাহ গংকে বিবাদী করে স্বত্ব মামলা এবং সুনামগঞ্জ দায়রা জজ আদালতে প্রনতিবালা দাস ও সুমতি বালা দাস বাদী হয়ে মামলা দায়ের করেছেন।’

সংবাদ সম্মেলনে আলমগীর হোসেন সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে নামজারি এবং ভূমি রেকর্ড করার সঙ্গে জড়িত জালিয়াতচক্রের বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিত, বঞ্চিত অধিকার আন্দোলন সিলেট জেলার উপদেষ্টা মো. লুৎফুর রহমান মোল্লা, সুশীল চন্দ্র কর, হাফিজ ইব্রাহীম আহমদ প্রমুখ।

আরসি-০৪