নারী দিবসে বিভাগে টিকা নিলেন দেড় হাজার নারী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৯, ২০২১
০৭:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
১০:১৮ অপরাহ্ন



নারী দিবসে বিভাগে টিকা নিলেন দেড় হাজার নারী

আন্তর্জাতিক নারী দিবসে সিলেট বিভাগে সোমবার টিকা নিলেন ১ হাজার ৫৪৮ জন নারী। এদিন মোট টিকা নেন ৩ হাজার ৯১২ জন। যারা মধ্যে ২ হাজার ৩৬৪ জন পুরুষ রয়েছেন। আর এখন পর্যন্ত বিভাগে ২ লাখ ২৩ হাজার ৩২৩ জন টিকা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল সিলেট জেলায় ২ হাজার ১৫৪ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে ১ হাজার ৩৫৪ জন পুরুষ এবং ৮০০ জন নারী। সুনামগঞ্জে টিকা নেন ৭৫৯ জন। এদের মধ্যে ৪৪০ জন পুরুষ ও ৩১৯ জন নারী। হবিগঞ্জে টিকা গ্রহণ করেন ৫৩৪ জন। এর মধ্যে ৩০০ জন পুরুষ এবং ২৩৪ জন নারী। মৌলভীবাজারে সোমবার ৪৬৫ জন টিকা গ্রহণকারীর মধ্যে ২৭০ জন ছিলেন পুরুষ এবং ১৯৫ জন ছিলেন নারী।

নগরে গতকাল ১ হাজার ২৬৪ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কেন্দ্রে টিকা নেন ১ হাজার ৪ জন। এদের মধ্যে পুরুষ ৫৬৫ জন এবং নারী ৪৩৯ জন। পুলিশ হাসপাতালে ২৬০ জন টিকা গ্রহণকারীর মধ্যে ১৬২ জন পুরুষ এবং ৯৮ জন নারী। বিষয়টি সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিলেট মিররকে নিশ্চিত করেছেন।  

সরকারের গণটিকাদান কর্মসূচির ২৫তম দিনে সোমবার সারাদেশে আরও ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন মানুষ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ জন এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন। এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন এবং নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। টিকা নিয়ে এ পর্যন্ত ৮৫৯ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে।

টিকা পেতে আগ্রহ প্রকাশ করে সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃপক্ষ।

এনএইচ/আরসি-০২