সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৯, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। সোমবার (৮ মার্চ) বেলা ৩ টায় গ্রাসরুটস এর নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শাকেরা সুলতানা জান্নাত।
এসময় বক্তব্য দেন, গ্রাসরুটসের কেন্দ্রীয় সহসভাপতি বিলকিস নুর, উপদেষ্টা মারিয়ান চৌধুরী মাম্মি, জাতীয় সমন্বয়ক অন্বয়ীটা দাশগুপ্তা, সংগঠনের সিইও হিমাংশু মিত্র, গ্রাহস্থ্য নারী শ্রমিক ইউনিওনের জেলা সভাপতি হইনু বর্মণ, জেলা সদস্য নাজমা আক্তার, সাঞ্জিদা খানম, পপি দে, ফাতেমা জান্নাত প্রমুখ।
সভায় নারীদের স্বার্থে সকল নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
বিএ-০৯