জকিগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৯, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমি ব্যবস্থাপনা ও ই-নামজারি বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৮ মার্চ) এ কর্মশালা উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন অ্যাজেন্সি (জাইকা) আয়োজিত কর্মশালায় ভূমির বিভিন্ন আইন ও ই-নামজারির বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার।
নারী ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধ মুস্তাকিম হায়দর, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, আব্দুস সালাম চৌধুরী, জুলকারনাইন লস্কর, মাহতাব আহমদ, আব্দুর রাজ্জাক রিয়াজ, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, খলিল উদ্দিন, কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও ভূমি মালিকগণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
ওএফ/আরআর-১১