জকিগঞ্জ আই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জকিগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৯, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন



জকিগঞ্জ আই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটের জকিগঞ্জে নানা আয়োজনে পাঠকপ্রিয় জকিগঞ্জ আই টিভি'র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৮ মার্চ) বেলা ৩টায় জকিগঞ্জ প্রেসক্লাবে বর্ণিল আয়োজনে কেক কেটে জকিগঞ্জ আই টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী ও ২য় বর্ষে পদার্পণের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। কেক কাটা শেষে সম্পাদক আল হাছিব তাপাদারের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক এখলাছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিথির বক্তব্য দেন, জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম খাঁন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ জি বাবর, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নজরুল, জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক মুহিত আহমদ, উপ-পরিদর্শক সাইদুল ইসলাম, পৌর কাউন্সিলর আবুল কালাম, খেলাফত মজলিস নেতা আব্দুল কুদ্দুস, এনজিওকর্মী আব্দুল হামিদ, প্রধান শিক্ষক মতলুব আহমদ চৌধুরী, শিক্ষক মাওলানা মঈজ উদ্দিন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, জকিগঞ্জ আই টিভি'র বার্তা সম্পাদক ওমর ফারুক, প্রোগাম এডিটর জাহাঙ্গীর সাহেদ, ফটোগ্রাফার আবু সুফিয়ান, উজ্জ্বল আহমদ, তানভীর আহমদ প্রমুখ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, জকিগঞ্জ আই টিভি'র সংবাদকর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত সত্যকে জনসম্মুখে তুলে ধরে পেশাদারিত্বের মান বজায় রেখে বস্তুনিষ্ট সংবাদ উপস্থাপন করে যাচ্ছেন। সামনের দিনগুলোতে সেই মান ধরে রাখতে হবে। সূচনালগ্ন থেকেই জকিগঞ্জের গণমানুষের কথা তুলে ধরে বহুমুখী মাইলফলক তৈরি করেছে। কম দিনে কর্মদক্ষতার কারণে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সমাজের সমস্যা, সম্ভাবনা উঠে আসছে চ্যানেলে কর্মরত সাংবাদিকদের সংবাদের মধ্য দিয়ে। জকিগঞ্জ আই টিভি দেশ-বিদেশে অবস্থানরতদের কাছে একটি জনপ্রিয় গণমাধ্যম। শিক্ষা, ধর্মীয়, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, বিনোদনমূলক অনুষ্ঠানাদি প্রচারের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে জনমত গঠনে রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা। চ্যানেলটিতে প্রচারিত সংবাদের পর অনেক সমস্যা দ্রুত সমাধান হয়। সীমান্ত উপজেলাকে নিয়ে জকিগঞ্জ আই টিভি'র ভাবনা সকল মহলকে উদ্বেলিত করেছে। চলমান কাজের ধারাবাহিকতায় আগামীদিনেও সর্বক্ষেত্রে জকিগঞ্জ আই টিভি অগ্রণী ভূমিকা রাখবে। এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সবসময় সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সম্পাদক আল হাছিব তাপাদার ও নির্বাহী সম্পাদক এখলাছুর রহমান সকল দর্শক-শ্রোতা ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জকিগঞ্জ আই টিভি সবার প্রিয় চ্যানেলে রূপান্তরিত হয়েছে। সকলের সংবাদকে গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে চ্যানেলটি। নতুন চ্যানেল হিসেবে বিগত এক বছরের অভিজ্ঞতার আলোকে এই টিভিকে আগামীদিনে দর্শক-শ্রোতাদের চাওয়া-পাওয়ায় আরও উদ্যোগ নেওয়া হবে। জকিগঞ্জকে বিশ্বের দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চ্যানেলটি।

এদিকে, লন্ডন থেকে এক বার্তায় জকিগঞ্জ আই টিভি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দর্শক-শ্রোতা ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পিছিয়েপড়া জকিগঞ্জের সম্ভাবনা ও সমস্যাগুলোকে সকলের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে জকিগঞ্জ আই টিভি'র যাত্রা শুরু হয়েছিল। আগামীদিনেও গণমানুষের প্রিয় গণমাধ্যম হিসেবে কাজ করে যাবে চ্যানেলটি।

 

ওএফ/আরআর-০৯