কানাইঘাট প্রতিনিধি
মার্চ ০৯, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন
'করোনাকালে নারী নেতৃত্বে গড়বে নতুন সমতা' প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানার সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা এনামুল হকের পরিচালনায় নারী দিবসের সভায় বক্তব্য দেন, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শামীম আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কবির আহমদ, নারীকর্মী সুলতানা বেগম প্রমুখ।
ব্যাপক নারীদের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রের সকল জায়গায় নারীর ব্যাপক ক্ষমতায়ন হলেও এখনও সমাজে নারীরা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার না থাকার কারণে নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। তবে বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার কারণে নারীরা অর্থনৈতিকভাবে সাবলম্বী হচ্ছেন এবং সকল জায়গায় নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে যাচ্ছেন।
এমআর/আরআর-০৭