যুক্তরাজ্য থেকে এলেন আরও ১৬৪ জন

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৯, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন



যুক্তরাজ্য থেকে এলেন আরও ১৬৪ জন
হোম কোয়ারেন্টিনে ৩ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সোমবার (৮ মার্চ) যুক্তরাজ্য থেকে আরও ১৬৪ জন প্রবাসী সিলেট এসেছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এদের মধ্যে ১৬১ জনকে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নগরের বিভিন্ন হোটেলে এবং ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের মেডিকেল টিমের প্রধান ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমেদ সিরাজুম মুনীর বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, ‘গতকাল সিলেটে আসা ১৬৪ জনের মধ্যে ১৬১ জনেক সরকারি নির্দেশনা মেনে ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এছাড়া বাকি ৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারণ তারা দুই ডোজ করোনা টিকা গ্রহণের ১৪ দিন পর দেশে ফিরেছেন।’

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের একটি চিঠিতে বলা হয়, বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে যারা কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ টিকা নিয়েছেন এবং দ্বিতীয় ডোজের সম্পন্ন করার পরবর্তী ১৪ দিন অতিক্রান্ত হয়েছে, তাদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এবং কোভিড-১৯ পিসিআর নেগেটিভ রিপোর্ট প্রদর্শনের প্রয়োজন হবে না। এটি যুক্তরাজ্যসহ পৃথিবীর সব দেশ থেকে আসা যাত্রীর জন্য প্রযোজ্য হবে। তবে যাত্রীদের গৃহীত টিকা অবশ্যই ঊসবৎমবহপু াধষরফধঃরড়হ ভৎড়স ডঐঙ ভড়ৎ পড়ারফ-১৯ াধপপরহব তালিকাভুক্ত হতে হবে। 

যুক্তরাজ্যফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে কাজ করছে মহানগর পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, গতকাল আসা ১৬১ যাত্রীদের মধ্যে আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়াতে ৩৬ জনকে, আম্বরখানাস্থ হোটেল হলি গেইটে ২৬ জনকে, পুলিশ লাইননস্থ হোটেল লা ভিস্তাতে ২২ জনকে, ধোপাদিঘির পাড়স্থ হোটেল অনুরাগে ১৬ জনকে, দরগাগেইটস্থ হোটেল নূরজাহানে ১৪ জনকে, লামাবাজারস্থ হোটেল লা রোজে ১৪ জনকে, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১১ জনকে, হোটেল হলি সাইডে ৮ জনকে, হোটেল রয়েল প্লামে ৮ জনকে এবং দরগাগেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে ৬ জনকে রাখা হয়েছে। বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হওয়ার পর ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যফেরতদের নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে গত ১৩ জানুয়ারি থেকে ১৪ দিনের পরিবর্তে চার দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিন এবং গত ২৪ জানুয়ারি থেকে চারদিনের স্থলে সাতদিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়। 

এনএইচ/বিএ-০৫