গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ০৯, ২০২১
০১:০০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০১:০০ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
আজ সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম।
গোয়াইনঘাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য, তথ্য আপা জান্নাতুল মাওয়া মীম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক প্রমুখ।
এমএম/আরআর-০৪