ওসমানীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০৯, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৯, ২০২১
১২:৩৮ পূর্বাহ্ন



ওসমানীনগরে আন্তর্জাতিক নারী দিবস পালন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ মার্চ) দুপুরে তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার। মহিলা বিষয়ক কর্মকতা ফাহমিদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়াম্যান মইনুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আফসানা তাসনিম, থানার ওসি শ্যামল বণিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, প্রধান শিক্ষক শহিদ হাসান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, মৎস্য কর্মকর্তা মাশরুপা তাছলিম, প্রকল্প ও তথ্য কর্মকর্তা রুহানি আক্তার, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সম্পাদক কবির আহমদ প্রমুখ।

 

ইউডি/আরআর-০১