নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৮, ২০২১
০৯:৩২ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৯, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
মাত্র ৩০ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন ব্যবসা। এখন একদিনে লাখ টাকা পর্যন্ত জামদানি পণ্য বিক্রি করছেন। এর মাধ্যমে আর্থিক স্বচ্ছলতা যেমন এসেছে, তেমনি সফল নারী উদ্যোক্তা হিসেবে সমাজে প্রতিষ্ঠা পেয়েছেন সিলেটের মেয়ে বনানী এস চৌধুরী।
নৃত্যশিল্পী হিসেবে ভালোই পরিচিতি ছিল বনানীর। কিন্তু পেশা শুরু করেন শিক্ষকতা দিয়ে। এক সময় সন্তানের কথা চিন্তা করে চাকরি ছেড়ে দেন। এক পর্যায়ে ব্যবসার পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানিকে বিশ্বে আরও বেশি পরিচিত করার নেশা পেয়ে বসে তাকে। দীর্ঘ ৭ বছর ঘরে বসে থাকার পর স্বামীর অনুপ্রেরণায় গত বছরের জুলাইয়ে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। ফেসবুকে ‘বঙ্গজ’ নামে পেজ (https://www.facebook.com/bangaj.bd) খুলে ব্যবসা করে নারী উদ্যোক্তা হিসেবে দ্রুত সফলতা পান বনানী।
জামদানির প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা সবাই জানি ঢাকাইয়া জামদানিই সেরা। কিন্তু বর্তমানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও পাবনার ঈশ্বরদীতে জামদানি হয়ে থাকে। তবে একেক জায়গার জামদানির নকশা একেক রকম।’
বনানী বলেন, ‘আমি ঢাকাই, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জামদানি নিয়ে কাজ করছি। ঢাকা ও টাঙ্গাইলের জামদানি কাস্টমাইজ করে থাকি। ঢাকার জামদানি দিয়ে লেহেঙ্গা, গাউন, কটি ড্রেস, শার্ট, পাঞ্জাবি কটি, হিজাব তৈরি করছি এবং টাঙ্গাইলের জামদানি দিয়ে খিমার মাস্ক কাস্টমাইজ করছি।’
আগামী মাস থেকে বঙ্গজে জামদানি গজ কাপড়ও পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, ‘সাধ্যের মধ্যে জামদানিকে সবার মাঝে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। বঙ্গজ দেশের প্রতিটি বিভাগে পৌঁছে গেছে। দেশের বাইরে আমেরিকা, লন্ডন, প্যারিস, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়েতে পৌঁছে দিচ্ছি জামদানি।’
বনানী মনে করেন চাকরির পেছনে সময় ব্যয় না করে নারীদের উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার যথেষ্ট সুযোগ রয়েছে এ দেশে। তিনি বলেন, ‘যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন বা হয়েছেন তারা ব্যবসা শুরু করার আগে ই-কমার্স ও অনলাইনে ব্যবসার বেসিক বিষয়গুলো জেনে নিলে যে কোনো ব্যবসায় সফল হতে পারবেন।’
এনপি-০১