কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ০৮, ২০২১
০৬:৪০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২১
০৬:৪১ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ এবং একই সঙ্গে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উদযাপিত হয়েছে।
আজ রবিবার (৭ই মার্চ) কোম্পানীগঞ্জ থানা মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাব ইন্সপেক্টর মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এরশাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ, সহ সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ অখিল চন্দ্র বিস্বাস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুহেল রানা, উপজেলা যুব লীগের আহবায়ক হাজী আলা উদ্দিন, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তেরা মিয়া, উপজেলা স্বেচছাসেবক লীগ নেতা সাহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা, সদস্য মীর আল মুমিন, ওমর ফারুক, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমেদ রেজা রুবেল প্রমুখ।
এএফ/০২