সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৮, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২১
০৪:০৫ পূর্বাহ্ন
শাহজালাল উপশহরের ই-ব্লকের খেলার মাঠে মেলা বন্ধ ও সিলেট সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মার্চ) বিকেলে শাহজালাল উপশহর এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকায় এটিই একমাত্র খেলার মাঠ। অথচ এখানে মেলা আয়োজনে পায়তারা চলছে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে খেলার মাঠ তৈরি করা হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে মেলা আয়োজন করার প্রয়াস চালাচ্ছে।
বক্তারা বলেন, মাঠের দুপ্রান্তে দুটি মসজিদও রয়েছে। এই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদগুলোতে নামাজ আদায় করেন। এখানে মেলা হলে মসজিদে মুসল্লিদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হবে।
বক্তারা বলেন, অবিলম্বে মেলা বন্ধ না হলে যেকোনো ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। এজন্য আমরা প্রশাসনের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি বক্তারা কাউন্সিলর সালেহ আহমদ সেলিমসহ সবার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এ ব্লক জামে মসজিদের সভাপতি মো. শফিকুল হকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুুল মুনিম শিপুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, শুবাইবুর রহমান ফমা, কাজী মুজিবুর রহমান, বদরুর ইসলাম হারুন, ফখরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, হাজী বাহার উদ্দিন, এম. এ. মতিন, মাজী মো. তারিকুল ইসলাম, হাজী বকুল মিয়া, কাজী শামসুল হক, মো. ফয়সল ইবনে হামিম, ইঞ্জিনিয়ার আব্দুর রউফ, মিসবাহ উদ্দিন চৌধুরী, মাস্টার মাবুর ফয়সল, মাখন মিয়া, আব্দুল খালিক, মিনু মিয়া, বশির মিয়া, সাবেক চেয়ারম্যান বাহার উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপশহর যুব কল্যাণ পরিষদের সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, স্মাইল চ্যারিটি গ্রুপের সাবেক সভাপতি মেহেরাজ হোসেন আবিদ, উপশহর স্পোর্টিং ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লালমাটিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান রিফাত, সাধারণ সম্পাদক মামুনুর আহমদ প্রমুখ।
বিএ-০৯