গোয়াইনঘাট প্রতিনিধি
মার্চ ০৮, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৮, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ মার্চ) গোয়াইনঘাট থানা প্রাঙ্গণে আয়োজিত আনন্দ উৎসবে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট থানার পরাদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ। এর আগে কেক কেটে আনন্দ উৎসবের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান এবং গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলাম কিবরিয়া রাসেল প্রমুখ।
এমএম/আরআর-০৫