ফেঞ্চুগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ উদযাপন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মার্চ ০৮, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২১
১২:৫৫ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ উদযাপন

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) বিকেলে ফেঞ্চুগঞ্জ থানা প্রাঙ্গণে আলোচনা সভা ও আনন্দ উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়াত হোসেনের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক খালেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী মান্নান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মিসবাহ আহমদ চৌধুরী, সহ-সভাপতি রাজু আহমদ রাজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েছ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুজ্জামান, কাসিম আলী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল বারী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের (স্থগিত কমিটি) সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় কেক কাটেন পুলিশ সদস্যরা। এছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বাজারে প্রচার করা হয়।

 

এসএ/আরআর-০৪