কোম্পানীগঞ্জে বেড়েছে চুরি, জনমনে আতঙ্ক

কবির আহমদ, কোম্পানীগঞ্জ


মার্চ ০৮, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৮, ২০২১
১২:২৭ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে বেড়েছে চুরি, জনমনে আতঙ্ক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি বেড়ে যাওয়ায় ব্যবসায়ীসহ জনমনে আতঙ্ক বিরাজ করেছে। উপজেলাজুড়ে গত কয়েকমাসে বেশ কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় ও চোরদের উৎপাত বেড়ে যাওয়ায় মানুষ ভয়-ভীতিতে রাত কাটাচ্ছেন।

শুধু চুরি নয়, চুরিকে কেন্দ্র করে ঘটেছে হত্যাকাণ্ডের ঘটনাও। চুরির মালপত্রের ভাগাভাগি নিয়ে মনোমালিন্য হওয়ায় গত ৩১ জানুয়ারি হৃদয় নামের এক চোরকে খুন করে সহযোগীরা ধলাই নদীতে ফেলে দেয়। 

সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘটিত হয়েছে। এ সময় স্কুলের অফিসে রাখা আলমারি ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে গেছে চোরেরা।

স্কুলের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল আলী বলেন, 'শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষক শিরিন আক্তার এসে দেখতে পান স্কুলের অফিস রুমের তালা ভাঙা। এরপর তিনি আমাকে ফোন দিয়ে জানালে স্থানীয় মুরব্বিদের নিয়ে এসে দেখি স্কুলের স্টিলের আলমারির লক ভেঙে অনেক কাগজপত্র এলোমেলো করে রেখে গেছে দুর্বৃত্তরা। জরুরি কোনো কিছু না পেয়ে একটি প্রজেক্টর নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় ঢালারপাড় এলাকাজুড়ে চুরির আতঙ্ক বিরাজ করছে।'

এদিকে উপজেলার সাকেরা পয়েন্ট, ভোলাগঞ্জ, গুচ্ছগ্রাম ও কলাবাড়ী এলাকায় অবস্থিত পাথর ভাঙার ক্রাশার মিলে চোরদের উৎপাতে অতিষ্ঠ পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। মিনি ক্রাশার মিলের ম্যানেজার ইউনুস জানান, শাহ আরেফিন টিলা ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি বন্ধ থাকায় ক্রাশার মিল এলাকায় মানুষের চলাচল কম থাকায় চোরদের উৎপাত বেড়েই চলেছে। চুরির ভয়ে ও যন্ত্রণায় অনেক ক্রাশার মিলের মালিক মূল্যবান জিনিসপত্র ও যন্ত্রাংশ অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন। 

রফিক ওয়াশিং প্লানের চৌকিদার ইমান উদ্দিন জানান, কয়েকমাস যাবত এলাকায় চুরির ঘটনা বেড়েছে। এলাকায় রাতে পুলিশ প্রশাসনের ভূমিকা কম থাকায় চুরি বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ইসলামীয়া স্টোন ক্রাশারের মালিক রাকিব আল হাসান বলেন, 'গতমাসে আমার মিল থেকে দিনে-দুপুরে ১৫ হাজার টাকা মূল্যের একটি শ্যালো মেশিন চুরি হয়েছে। ছোট-বড় এরকম চুরি প্রায়ই হচ্ছে। এসব চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কে আছেন।'

উপজেলার তেলিখাল ইউনিয়নের নুরুজ্জামান বলেন, 'কিছুদিন আগে আমার বাড়ির ঘাট থেকে ১ লাখ টাকা মূল্যের একটি ইঞ্জিনচালিত নৌকা চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করার পরেও নৌকাটি পাওয়া যায়নি। নৌকা চুরি হওয়ার পর থেকে আয় না থাকায় পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি।' 

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, 'কিছুদিন আগে আব্দুর নূর নামের এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা আরও জোরদার করতে হবে এবং ব্যবসায়ীদের সতর্ক থেকে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে হবে।'

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, 'উপজেলায় চুরি, ডাকাতি রোধসহ কোম্পানীগঞ্জ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে কাজ করে যাচ্ছে পুলিশ। তবে ক্রাশার মিলের মালিকেরা যদি তাদের মালামাল নিজ দায়িত্বে না রাখেন, তাহলে আমাদের কিছু করার নেই।'

 

এমকে/আরআর-০৩