জাতির পিতার প্রতিকৃতিতে সিসিকের শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৭, ২০২১
০৭:৩৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২১
০৭:৩৮ অপরাহ্ন



জাতির পিতার প্রতিকৃতিতে সিসিকের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট সিটি করপোরেশনে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের কাউন্সলরদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম ও সংরক্ষিত কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার ‍সিংহ, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, প্রশাসনি কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান, এসেসর চন্দন দাশ , জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ প্রমুখ।

আরসি-১৪