সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৭, ২০২১
০৭:০৩ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২১
০৭:০৯ অপরাহ্ন



সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ রবিবার (৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন ও রাজনৈতিক দলগুলো।

সকাল ১০ টা থেকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভাগীয় কমিশন কার্যালয়, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, সিভিল সার্জন অফিস, র‍্যাব-৯ ও মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা আওয়ামী লীগ।

এদিকে, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ৩ দিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

আরসি-১২