সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৭, ২০২১
০৪:৪০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৭, ২০২১
০৪:৫০ পূর্বাহ্ন
কথাকলি সিলেটের প্রাক্তন সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী অধ্যাপক শামীমা চৌধুরী সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে কথাকলি সিলেটের এক আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় সারদা হলস্থ কথাকলি সিলেটের মহড়া কক্ষে এ আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান আপ্লুত অধ্যক্ষ শামীমা চৌধুরী বলেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ দিনের একটি আজ। আমি মুগ্ধ, অভিভূত। কথাকলি পরিবারের একজন গর্বিত সদস্য আমি-এ আমার অহংকার। আমাকে যেন কথাকলি নববধুর মত বরণ করলো। আমি বাকরুদ্ধ’।
অনুষ্ঠানের শুরুতে অনিমেষ বিজয় চৌধুরীর কন্ঠে গীত হয় রবীন্দ্রনাথের গান। কথাকলি সিলেটের সভাপতি শামসুল বাসিত শেরোর শুভেচ্ছা কথনের পর শামীমা চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং কেটে শুরু হয় গান-আড্ডা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মু. আনোয়ার হোসেন রনি।
এসময় শামীমা চৌধুরীকে শুভেচ্ছা জানান সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক গৌতম চক্রবর্তী, সিলেট সরকারি মহিলা কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি এ জেড রওশন জেবিন রুবা, সংবাদ পাঠক সংসদ, বাংলাদেশ বেতার সিলেটের সদস্যবৃন্দ ও থিয়েটার মুরারিচাঁদের সদস্যরা।
আনন্দ আড্ডায় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস ও গৌতম চক্রবর্তী। এছাড়া আড্ডার অংশ হিসেবে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাচিক শিল্পী আমিনুল ইসলাম লিটন, অরিন্দম দত্ত চন্দন ও মিশফাক আহমেদ চৌধুরী মিশু।
এ আয়োজনের মঞ্চসজ্জায় ছিলেন বাপ্পী ত্রিবেদী আর পুরো অনুষ্ঠান সমন্বয় করেছেন আমিরুল ইসলাম বাবু ও নীলাঞ্জন দাশ টুকু।
আরসি-১০