ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে নর্থ ইস্ট মেডিকেলে র‌্যালি

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৭, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২১
০২:১৬ পূর্বাহ্ন



ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে নর্থ ইস্ট মেডিকেলে র‌্যালি

নর্থ ইস্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার (৬ মার্চ) এ উপলক্ষে এক র‌্যালি বের করা হয়। 

র‌্যালিতে নেতৃত্ব দেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। এতে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজল মিয়া। 

আরও উপস্থিত ছিলেন ডেন্টাল ইউনিটের ইউনিট প্রধান ডা. ইমরান হোসেন, ডা. জসিম উদ্দিন, ডা. তাসনিম আহমদ, ডা. সৈয়দা তাসমিয়া কাউছার, ডা. সুমাইয়া জামান এবং ডেন্টাল ইউনিটের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। 

র‌্যালি শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ডা. ইমরান হোসেন ও অধ্যাপক ডা. গোলজার আহমদ। এছাড়া কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

বিএ-০৮