গৃহবন্দি পরিবারকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ১

ওসমানীনগর প্রতিনিধি


মার্চ ০৭, ২০২১
০১:০৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৭, ২০২১
০১:১১ পূর্বাহ্ন



গৃহবন্দি পরিবারকে উদ্ধার করল পুলিশ, গ্রেপ্তার ১

সিলেটের ওসমানীনগরে জায়গা দখলে নিতে একটি পরিবারের সদস্যদের মারধর ও গৃহবন্দি করে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নিজ কুরুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলার শিকার অঞ্জন বৈদ্য বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ৯৯৯ নম্বরে কল পেয়ে ওই গৃহবন্দি পরিবারের লোকজনকে উদ্ধার করে পুলিশ।

জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে অঞ্জন বৈদ্য'র পরিবার কালাম মিয়ার পরিবারের কাছ থেকে ৬ শতক ভূমি ক্রয় করে বসতঘর নির্মাণ করে। প্রায় ২ বছর আগে উভয়পক্ষের উপস্থিতিতে জায়গার সীমানা দেয়াল নির্মাণ করেন অঞ্জন বৈদ্য। এর কিছুদিন পর অঞ্জন বৈদ্য'র বাড়ির সীমানার মধ্যে ১ শতক জায়গা নিজেদের বলে দাবি করেন প্রতিবেশী কালাম মিয়া গংরা। এ নিয়ে গ্রাম্য বৈঠকে মাপজোখ করে অঞ্জন বৈদ্য'র দখলে ১ শতক ভূমি বেশি পাওয়া যায়। উভয়পক্ষের উপস্থিতিতে জায়গার সীমানা দেয়াল নির্মাণ হওয়ায় ভূমির পরিবর্তে উপযুক্ত টাকা দেওয়ার রায় দেন সালিশকারীরা। কিন্তু কাগজপত্রে ঘেঁটে দেখা যায়, দাবিকৃত ওই জায়গার মালিক আরেক প্রতিবেশী ইয়াকুব আলী। তখন ইয়াকুব আলী গংরাও অঞ্জন বৈদ্য'র কাছে উক্ত ভূমি দাবি করেন। উভয়মুখী চাপে আটকে যায় সালিশকারীদের রায়।

এমন অবস্থায় শুক্রবার সকালে কালাম মিয়া গংরা দাবিকৃত জায়গা জোরপূর্বক দখলে নিতে অঞ্জন বৈদ্য'র পরিবারকে মারধর ও গৃহবন্দি রেখে সীমানা প্রাচীর ভাঙচুর করে। পরবর্তীতে অঞ্জন বৈদ্য ৯৯৯ নম্বরে কল করলে ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অঞ্জন বৈদ্য'র পরিবারকে উদ্ধার করে। এ ব্যাপারে অঞ্জন বৈদ্য বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শুক্রবার রাত ৮টার দিকে দয়ামীর বাজার থেকে মামলার প্রধান আসামি কালাম মিয়াকে গ্রেপ্তার করে।

স্থানীয় ইউপি সদস্য ফয়সল আহমদ বলেন, 'একজনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা বেআইনি। অঞ্জন বৈদ্য'র বাড়িতে এক শতক জায়গা পাওয়ার দাবির প্রেক্ষিতে একটি বৈঠকে জায়গার বদলে টাকা প্রদানের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে উভয়পক্ষ আমাকে আর কিছু জানায়নি।'

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় মামলার প্রেক্ষিতে প্রধান আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।'

 

ইউডি/আরআর-০২