বিয়ানীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

বিয়ানীবাজার প্রতিনিধি


মার্চ ০৬, ২০২১
১১:০৭ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
১১:২৭ অপরাহ্ন



বিয়ানীবাজারে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে সিআর মামলার একজন সাজাপ্রাপ্ত আসামীসহ ১১জন জুয়াড়ি গ্রেফতার করা হয়েছে। 

শুক্রবার (৫ মার্চ) রাতে পৌরসভার ফতেহপুর ও উপজেলার রায়খাইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ে নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসান ও উপপরিদর্শক (এসআই) আব্দুর রব পৌরসভার ফতেহপুর এলাকার মজিদ খানের কলোনি থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জামসহ মো. রফিক মিয়া (৫২),  সাফায়েত উল্লা (৫০), আনোয়ার হোসেন (২৮), মো. টিপু হায়দার (৩৫), মোঃ তরিকুল ইসলাম (৩৫), স্বপন মিয়া (৪৮), মো: ইয়াছিন (২৫), মো. বিল্লাল (৪১), বাতেন মিয়া (২৮), রাহিম মিয়া (৩৫) ও মো. আব্দুল্লাহ (৩৫)কে গ্রেপ্তার করা হয়।

একই সময় অপর অভিযানে উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ পরোয়ানাভুক্ত আসামি অহিব উদ্দিনকে উপজেলার রায়খাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

এস এ/বি এন-০৯