সিলেট বিভাগে বৃষ্টির আভাস

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৬, ২০২১
০৮:৪৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
০৮:৪৪ অপরাহ্ন



সিলেট বিভাগে বৃষ্টির আভাস

সিলেট বিভাগের দু-এক জায়গায় শনিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে রবিবার (৭ মার্চ) সকাল ৯টার মধ্যে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

শেষরাত থেকে সকাল পর্যন্ত সিলেট বিভাগসহ দেশের অন্যান্য স্থানে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। 

এছাড়া সিলেট বিভাগে শনিবার (৬ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তারপরের ৩ দিন তাপমাত্রা বাড়তে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বি এন -০২