সিলেট মিরর ডেস্ক
মার্চ ০৬, ২০২১
০৯:৪০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২১
০৯:৪০ পূর্বাহ্ন
বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল শুরু হয়েছে। শুক্রবার বাদ মাগরিব সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য দেন মুফতি ওমর ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক উবায়দুর রহমান নদভী, হাফিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় মুজাহিদ কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, জাউয়া বাজার মাদ্রাসার শায়খুল হাদীস মোস্তফা কামাল, বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট বিভাগের ইমাম কাম অডিটর রেদওয়ানুল হক চৌধুরী রাজু।
ওয়াজ মাহফিলে বক্তারা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী শরীয়তে রয়েছে মানব জীবনের সবদিক সম্পর্কে সুস্পষ্ট আইন ও বিধান। জীবনের এমন কোনো বিষয় নেই, যে বিষয়ে ইসলামী শরীয়তে কোনো নির্দেশ পাওয়া যায় না। ইসলামের পূর্নাঙ্গ ব্যবস্থায় রয়েছে ইবাদাত, নৈতিক চরিত্র, আকীদা-বিশ্বাস এবং মানুষের পারস্পরিক সম্পর্ক ও কাজকর্ম এব লেনদেন পর্যায়ে সুস্পষ্ট বিধান।
বক্তারা বলেন, বাংলাদেশে অহরহ ধর্ষন, হত্যা, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বন্ধে ইসলামী শরিয়ত মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে। এজন্য হক্কানী আলেমদের রাজনীতিতে যুক্ত হয়ে এগিয়ে আসতে হবে। শুধু খানকাতে বসে রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা চালু করা যাবে না। অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে আলেমদের বীরের মতো লড়াই করতে হবে।
আরসি-০৭