সিলেটে দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৬, ২০২১
০৯:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
০৯:৩৪ পূর্বাহ্ন



সিলেটে দুদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

আগামীকাল ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি ও জেলা শিল্পকলা একাডেমি সিলেট এই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

শুক্রবার অ্যাসোসিয়েশনের নবনির্বাচতি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় আগামী ৭ মার্চ ছাড়াও ১৭ই মার্চ ও ২৬ মার্চ যথাযথভাবে পালনের সিন্ধান্ত গৃহীত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় নগরের সিটি সেন্টারে অস্থায়ী কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ৭ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ৭ মার্চ জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে। সভায় আরও সিন্ধান্ত হয়- বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটিতে এটি এম তুরাব ও পল্লব ভট্টাচার্যকে সদস্য এবং মো. আজমল হোসেন ও মো. আব্দুল খালিককে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সভা শেষে এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফ ও সাবেক সভাপতি ইকবাল মনসুরের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, কমিটির সিনিয়র সহসভাপতি দুলাল হোসেন, সহসভাপতি ইউসুফ আলী, সহসাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম সুজন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবু বকর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, কার্যকরী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, আনিস মাহমুদ।

আরসি-০৬