নিজস্ব প্রতিবেদক
মার্চ ০৬, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ০৬, ২০২১
০২:১০ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিবন্ধনে সহায়তা করবে এসএসসি-৯৯ ব্যাচ সিলেট। আগামী রবিবার ও সোমবার (৮ এবং ৯ মার্চ) নগরের কোর্ট প্রাঙ্গন এবং হুমায়ুন রশিদ চত্ত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাধারণ মানুষকে তারা করোনা টিকার নিবন্ধনে সহয়তা করবেন।
সংগঠনটির আহ্বায়ক আব্দুল কাদির বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করে জানান, সাধারণ মানুষের জন্য কিছু করতে চাওয়া থেকেই তাদের এই উদ্যোগ। আগামী ৮ এবং ৯ মার্চ কোর্ট প্রাঙ্গন এবং হুমায়ুন রশিদ চত্ত্বরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যে কেউ তাদের কাছে এসে বিনামূল্যে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। যিনি টিকা নিবন্ধন করবেন তার ন্যাশনাল আইডি কার্ড এবং মোবাইল ফোন সঙ্গে নিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
বিএ-১৪