সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৬, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৬, ২০২১
০১:৫২ পূর্বাহ্ন



সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরের ২টি রেস্টুরেন্ট ও ৩টি ফাস্টফুডের দোকানকে বিভিন্ন অপরাধে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে র‌্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও আফসান আল আলম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটে সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত ওই ৫ প্রতিষ্ঠানে চালানো হয়। অভিযানকালে নগরের বন্দরবাজারস্থ দিলশান রেস্টুরেন্টকে ৩ হাজার, সুমাইয়া ফাস্ট ফুডকে ২ হাজার, নিউ উত্তরা রেস্টুরেন্টকে ৫ হাজার, মা ফাস্ট ফুডকে ২ হাজার ও সুরমা বীজ ভান্ডারকে ৫ হাজার জরিমানা করা হয়।

বিএ-১৩