সিলেটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক


মার্চ ০৫, ২০২১
১০:২৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২১
১১:১৩ অপরাহ্ন



সিলেটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের নীচ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

এসময় মোটরসাইকেল চোর চক্রের সদস্য সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সুজন মিয়ার বাড়ি কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামে।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) কোতোয়ালি থানা পুলিশ একটি দল আখালিয়া নয়াবাজার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ সুজনকে গ্রেপ্তার করে। 

মোটরসাইকেল চুরির ঘটনায় বিপ্লব তাকুলদার বাদি হয়ে কেতোয়ালি থানায় গত ১ মার্চ মামলা নং-৮ দায়ের করেন। তিনি সিলেট জজ কোর্টে কর্মরত।

পুলিশ জানায়, গত ১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি ভবনের সিড়ির নীচে মোটরসাইকেল রেখে কাজে চলে যান বিপ্লব তালুকদার। এরপর আর মোটরসাইকেলটি যথাস্থানে পাননি তিনি। 

তবে মোটরসাইকেল চুরির দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ায় পুলিশ খুব সহজেই মোটরসাইকেল চোরকে শনাক্ত করে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি জানান, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলসহ সুজন মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বি এন-০৫